মুজিব শতবর্ষ উদযাপনে বাউফলে শতাধিক কর্মসূচী প্রচারনায় সাইকেল র‌্যালী

মুজিব শতবর্ষ উদযাপনে বাউফলে শতাধিক কর্মসূচী প্রচারনায় সাইকেল র‌্যালী

সাইফুল ইসলাম,বরিশাল লাইভ :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবছর জন্ম বার্ষিকী উৎসব। মুজিব শত বর্ষ উদযাপনে শতাধিক কর্মসূচী নেওয়া হয়েছে। ১ মার্চ সকাল ১১ ঘটিকায় আওয়ামীলীগ দলীয় কার্যালয় জনতা ভবনে এ কর্মসূচী শুভ উদ্বোধন করেন। উপজেলার ১৫ টি ইউনিয়নের দলীয় নেতা কর্মী উপস্থিতিতে কর্মসূচী পাঠ করেন জাতীয় সংসদ আ.স.ম ফিরোজ এমপি। মুজিব শত বর্ষ কার্যক্রম প্রচারে দুই শতাধিক মটর ও বাইসাইকেল নিয়ে উপজেলার সকল ইউনিয়নে আনুষ্ঠানিক ভাবে লিফলেট বিতরন করে।


কর্মসূচীর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, প্রত্যেক ইউনিয়নে মুজিব ভাস্কর্য নির্মান, সাংস্কৃতিক অনুষ্ঠান,  সম্মানা প্রদান, আলোচনা সভা, র‌্যালী,বিশিষ্ট ব্যাক্তিদের নামে সড়ক নামকরন, বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প, কৃষি মেলার আয়োজন, ফলজ ও ঔষুধি বৃক্ষ রোপন, লাখো কন্ঠে জাতীয় সংগিত এবং আতশবাজি ফুটানো।
 পটুয়াখালীর বাউফলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে শত কর্মসূচীর ঘোষনা ও উদযাপন প্রচার কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারন সম্পাদক ইব্রাহিম ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার নিশু,
জাতীয় সংসদ সাবেক হুইপ আ.স.ম ফিরোজ এমপি মুজিব শত বর্ষ সর্ম্পকে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে দেশ স্বাধীন হয়েছে, তিনি আমাদের জাতি হিসেবে পরিচিতি দিয়েছেন, তাঁর জন্য আমরা কিছুই করতে পারিনি। এখন আমাদের তার জন্য কিছু করা উচিত। এ সময় তিনি বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী পালনে সহযোগিতা করার জন্য সকল রাজনৈতিক দল ও জাতি ধর্ম,বর্ণ নির্বেশেষে  সকলের প্রতি ও আহবান জানিয়েছেন।